• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে ক্রেতাদের টার্গেট দেশি গরু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২২  

লালমনিরহাটে বিভিন্ন গ্রামের খামারি ও গৃহস্থরা দেশি গরু পালন করেছেন। আর এসব গরুই এবারের কোরবানির ঈদে ক্রেতাদের প্রধান টার্গেট। দিন যতই ঘনিয়ে আসছে লালমনিরহাটের ৫টি উপজেলার কোরবানির পশুর হাটগুলো ততই জমে উঠছে। আমদানি করা পশু না থাকায় হাটগুলোতে প্রাধান্য পাচ্ছে স্থানীয়ভাবে পালিত গরু।

পবিত্র ঈদ-উল-আযহার ৯ দিন বাকি থাকলেও এখনই জমে উঠেছে কোরবানির গরুর হাট। এলাকার সর্ববৃহৎ হাটগুলোর মধ্যে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি পশুর হাট, পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জহাট, হাতীবান্ধা উপজেলার বড়খাতাহাট, দইখাওয়াহাট, কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট, চাপারহাট, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীহাট।

এসব হাটের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, হাটগুলোতে আগাম কোরবানির পশু আসা শুরু করেছে। তবে পশু বেচাকেনা একটু কম।

ক্রেতারা বলেন, এবার পশুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে। তাদের মতে, পবিত্র ঈদ-উল-আযহার আরো কয়েকদিন বাকি আছে, হয়তো পশুর দাম ধীরে ধীরে কমে আসবে।

তবে ক্রেতা-বিক্রেতা উভয়েই বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে হাটে পশুর আমদানি বেড়ে যাবে। আর তখন ক্রেতারা পশু কেনা শুরু করবেন।

পশুর হাটের ইজারাদাররা বলেন, এবার কোরবানিতে দেশি গরুর কদর বেশি থাকবে। এজন্য বিভিন্ন এলাকার খামারি ও গৃহস্থদের বাড়ির গরুই তাদের হাটে প্রাধান্য পাবে।

সরেজমিনে জেলার দুরাকুটি, বড়বাড়ি ও নয়ারহাট পশুর হাটে দেখা গেছে, দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে পশুর হাট। দেশি গরু, ছাগলের প্রাধান্য বেশি হাটগুলোতে।

খামারিরা বলছেন, এবার গরুর দাম বেশি হওয়ার কারণে অন্যবারের তুলনায় লাভবান হওয়া যাবে। তবে দাম কিছুটা বেশি হলেও দেশি গরু কিনতে পেরে ক্রেতারাও খুশি।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষার তদারকি থাকায় এবার পুষ্টিমান সম্পন্ন পশু পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –