• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে বাংলাদেশ পুলিশ জাদুঘর উদ্বোধন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুন ২০২২  

গতকাল বুধবার (২২ জুন) দুপুরে জেলার হাতীবান্ধা থানা চত্বরে “বাংলাদেশ পুলিশ জাদুঘর উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহম্মেদ বিপিএম।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, রংপুর বিভাগের পুলিশে কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের ইতিহাসে বৃটিশ আমলের শত বছরের কোন থানা ভবন সংরক্ষণ করতে এটি দেশের প্রথম পুলিশ জাদুঘর। এ জাদুঘরটি হাতীবান্ধা থানার পুরাতন ভবন সংরক্ষণ করতে গড়ে উঠেছে। যাদুঘরটি সবার জন্য উম্মুক্ত থাকবে। যাদু ঘরের পাশে রয়েছে শিশু কর্ণার । সেখানে শিশুরা বিনোদন করতে পারবে।

জাদুঘরটিতে পুলিশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘরের সংগ্রহে ব্রিটিশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ পর্যন্ত তাদের পোশাক, যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, পুলিশের পদবী, রণকৌশল সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –