• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হাতীবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জুন ২০২২  

লালমনিরহাটের হাতীবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল মতিন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুল মতিন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নের সুন্দর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকদিনের টানা বর্ষণে ছোট ছোট নদীগুলো পানিতে টইটম্বুর। আব্দুল মতিন কয়েকজনকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান। এ সময় ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। ভিজে বাড়ি যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে আব্দুল মতিন আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর কৃষক আব্দুল মতিনের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। সকালে তাকে দাফন করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –