• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রীকে

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২২  

হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার (৮ মে) দুপুর ১টার দিকে পরবর্তী চেকআপের জন্য ঢাকায় পাঠানো হয়। সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার (৭ মে) রাতে সমাজকল্যাণমন্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায় জানান, মন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস রয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পারিবারিক সিদ্ধান্তে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –