• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। এত বড় ঘর নির্মাণ প্রকল্প বিশ্বে আর একটিও নেই। মুজিববর্ষে এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গরিব ও অসহায়দের স্বাবলম্বী করতে নানান প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্প এরই অংশ। এ প্রকল্পের মাধ্যমে গৃহহীনরা ঘর পাবে এবং নিজেদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে।

এসময় কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যেই ঘরগুলো নির্মাণ করার নির্দেশ দেন তিনি।

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর, আদিতমারীর ইউএনও জি.আর সারোয়ার, আদিতমারী থানার ওসি মোকতারুল ইসলাম প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –