• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এগিয়ে যাচ্ছে ১২ বীর নিবাসের নির্মাণকাজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আবাসন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।

সরেজমিনে বীর নিবাস নির্মাণ কাজ তদারকি করছেন কালীগঞ্জের ইউএনও মো. আব্দুল মান্নান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গঠিত কমিটি কালীগঞ্জ উপজেলার অসচ্ছল ও বাড়ি পাওয়ার উপযুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বাছাই করে। প্রথম পর্যায়ে তাদের মধ্যে ভোটমারী ইউনিয়নের মো. নজরুল ইসলাম, মো. জোবেদ আলী, মো. ছকির উদ্দিন। মদাতী ইউনিয়নে মো. মিজানুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. মাহাতাব উদ্দিন। তুষভান্ডার ইউনিয়নে মো. সৈয়দ আলী, মো. আলা উদ্দিন। চন্দ্রপুর ইউনিয়নে শ্রী শশি মোহন। চলবলা ইউনিয়নে মো. মহুবর রহমান, মো. মোবারক আলী এবং কাকিনা ইউনিয়নে মো. আলতাব হোসেন বীর নিবাস পাচ্ছেন।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৩০ জানুয়ারি ১২টি বীর নিবাস নির্মাণের কাজ উদ্বোধন করেন। বীর নিবাসের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মুন্না কনস্ট্রাকশন। এরই মধ্যে এসব বাড়ি নির্মাণের জন্য ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

ইউএনও মো. আব্দুল মান্নান বলেন, অসচ্ছল বীর মুক্তিযদ্ধাদের জন্য আবাসন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিনিয়ত নির্মাণ কাজ তদারকি করা হচ্ছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –