• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পাটগ্রামে ৬ ইউপিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করেছেন। আর বাকি একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস)।

বুধবার রাত ৯টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন-পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম প্রধান (নৌকা), পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছার রহমান (আনারস), জগতবেড় ইউনিয়নে যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল (নৌকা)।

কুচলিবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হামিদুল হক (নৌকা), জোংড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান (নৌকা), দহগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (নৌকা) ও বুড়িমারী ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠু (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –