• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২  

লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক শিক্ষিত বেকার যুবকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর রাতে ভুক্তভোগী আব্দুস সালাম সরকার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। আর ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে আব্দুস সালাম সরকারকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি নিয়ে দিবেন বলে ২ লক্ষ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তার চাকরি নিয়ে দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় তারিখ দিয়ে টালবাহনা শুরু করেন মিরু। আর তাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুস সালাম সরকার।

ভুক্তভোগী আব্দুস সালাম সরকার বলেন, ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছ মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।  

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –