• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ছেলের জয় নিশ্চিত করতে হুইল চেয়ারে বসে ভোটকেন্দ্রে ৯০ বছরের বৃদ্ধা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

হুইল চেয়ারে চড়ে এসে ভোট দিয়েছেন ৯০ বছরের বৃদ্ধা লুৎফর নেছা। জীবনের শেষ মুহূর্তে এসে আবারও ভোট দিতে পেরে ভীষণ খুশি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯০ বছরের বৃদ্ধা লুৎফর নেছা।

রোববার সকালে নাতনি সায়লা শাহনাজ এবং নাতি মিঠু সরকার হুইল চেয়ারে করে নিয়ে উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলন বাজারের আফজাল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন।

তিনি উপজেলার বড়খাতা ইউনিয়নের ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের মৃত এজাহার উদ্দিনের স্ত্রী এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার।

ভোট প্রয়োগ শেষে লুৎফর নেছা ডেইলি বাংলাদেশকে জানান, তার ছেলে আব্দুল হাই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলের বিজয় নিশ্চিত করতেই হুইল চেয়ারে তিনি ভোট দিতে এসেছি।

জীবনের শেষ প্রান্তে এসে ভোট দিতে পারায় ভীষণ আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাড়ি থেকে হুইল চেয়ারে চড়ে নাতি-নাতনি আমাকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। পরে নাতি আমাকে বুথে নিয়ে যান। সেখানে তাদের সহযোগিতায় ভোট দিই।

উল্লেখ্য, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চতুর্থ ধাপে ১২টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার জন্য মাঠে রয়েছে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৭৩ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –