• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে সেই কলেজশিক্ষকের বাবা গ্রেফতার   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১  

লমনিরহাটের সাপ্টিবাড়ি এলাকায় গরুর গোশত কেনার সময় একটু চর্বি বেশি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কসাই শহিদুল ইসলামকে তারই দোকানের ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করেছিলেন কলেজশিক্ষক হযরত আলী। এ ঘটনায় গত শনিবার রাতে কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

রোববার রাতে থানা পুলিশ কসাইকে কোপানো মামলায় কলেজশিক্ষক হযরত আলীর বাবা অভিযুক্ত ফজলু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। এ সময় মামলার মূল আসামি পলাতক থাকায় গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত ফজলু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মোক্তারুল ইসলাম নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত ফজলু মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর চওড়াটারী গ্রামের মৃত মবেজ উদ্দিনের ছেলে। আহত মাংস বিক্রেতা শহিদুলকে ইসলাম এখনো লালমনিরহাট সদর হাসপাতালের  ৪৪ নম্বর বেডে চিকিৎসাধীন।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, বাকি আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আসামিদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে সাপ্টিবাড়ী এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধনের আয়োজন করেন ব্যবসায়ীরা।

গত ১১ ডিসেম্বর দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী বাজারে কসাইকে কোপানোর ঘটনাটি ঘটে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –