• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  

লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

শুক্রবার (১০ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কালেক্টরেট মাঠে ইজতেমার আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেয়।

ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী ও জিম্মাদার মো. শাহাদত হোসেন।

ইজতেমার আয়োজক কমিটির আমির আলহাজ শহিদার রহমান জানান, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এ ইজতেমা। ইজতেমায় বিভিন্ন জেলা থেকে মসুল্লীরা অংশ নিয়েছেন। এছাড়া দেশের প্রখ্যাত আলেমগণ ইজতেমায় বয়ান পেশ করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –