• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পাটগ্রামে ৭ ইউনিয়নে নৌকার মাঝি যারা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়। পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ূয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা মার্কার মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ধাপের রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসবভন গণবভনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ৭ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন শ্রীরামপুর ইউনিয়নে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান, জগতবেড় ইউনিয়নে জগতবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল, কুচলিবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হামিদুল হক, জোংড়া ইউনিয়নে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মজিবর রহমান, দহগ্রাম ইউনিয়নে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ও বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠু।

আওয়ামী লীগের মনোনীত ৭ প্রার্থী আগামী ৫ জানুয়ারী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন। ওই ৭টি ইউনিয়নের মধ্যে শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –