• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিজেল পাচারের সময় গ্রেপ্তার ২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে ডিজেল পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ নভেম্বর) তাদেরকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার আজির উদ্দিনের ছেলে জাবেদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে টিনের চালের একটি দোকান থেকে ৪২৬ লিটার ডিজেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পাচারের উদ্দেশ্যে তারা ওই স্থানে ডিজেল মজুদ করে রেখেছিল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –