• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাটে সচেতনতামূলক প্রচারণা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। এ সময় রেলওয়ে বিভাগের সংশ্লিষ্টরা বিভিন্ন রেলক্রসিংয়ে ট্রেন থামিয়ে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও পোস্টার সেঁটে দেন। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি বিধি-বিধান তুলে ধরেন এবং পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দেওয়ার জন্য সহায়তা কামনা করেন। বুধবার (৬ অক্টোবর) দুপুরে শুরু হয়ে সচেতনতামূলক এ প্রচারণা বগুড়ায় গিয়ে শেষ হয়।

প্রচারাভিযানে লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেনডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে যাত্রীসহ ট্রেনেরও ক্ষয়ক্ষতি হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –