• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ-ভারতীয় ব্যবসায়ীদের যৌথসভা অনুষ্ঠিত  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইদু সদাগর, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নেওয়াজ নিশাতসহ উভয় দেশের ২৫-৩০ ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যবসায়ীরা বুড়িমারী স্থলবন্দরে গাড়ির জট কমাতে উভয় দেশের ব্যবসায়ী ও চালকদেরকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে বলেন। খাদ্যশস্যবাহী গাড়ি স্থলবন্দরে দুই দিনের বেশি না রাখা এবং ভারত থেকে পাথর আমদানি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উভয় দেশের ব্যবসায়ীরা কাজ করতে সিদ্ধান্ত নেন।

সভা চলাকালে উভয় দেশের আমদানি-রপ্তানিতে নিয়োজিত গাড়ি পরিবহন বন্ধ থাকে। সভা শেষে চলাচল শুরু হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –