• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাতীবান্ধায় কেন্দ্রীয় কবরস্থানে শতাধিক গাছের চারা রোপণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধায় কেন্দ্রীয় কবরস্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ গড্ডিমারীতে অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে চারা রোপণ করেন কবরস্থানে শায়িতদের সন্তানরা।

উক্ত বৃক্ষ রোপণে, সবুজ পৃথিবী বাঁচাও, বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান হেল্প, আমরাই পারিসহ বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক নাজমুল কায়েস হিরু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান সোহেল, সবুজ পৃথিবী বাঁচাও'র পরিচালক আব্দুর রাজ্জাক, আহম্মদ আলী, সামাজিক সংগঠন আমরাই পারি'র সদস্য হৃদয় কবির ও বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান হেল্পর কার্যনিবার্হী কমিটির সাধারণ সম্পাদক শাকিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –