• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আদিতমারীতে তিন বিয়েবাড়িতে অভিযান চালিয়ে জরিমানা আদায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

লালমনিরহাটের আদিতমারীতে পৃথক অভিযান চালিয়ে তিনটি বিয়ের আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। কঠোর বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করেন।

গতকাল সোমবার (২৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত উপজেলার সরলখাঁ, তালুক পলাশী ও মহিষখোচা দঃবালাপাড়া এলাকায় তিন আয়োজকের ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এগুলোর মধ্যে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

সোমবার উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের আমিনা বেগম এ বিধিনিষেধ অমান্য করে ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করেন। আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিকেলে তালুক পলাশী গ্রামের দুলাল হোসেন তার বাড়িতে ছেলের বিয়ের আয়োজন করেন। অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সন্ধ্যায় মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে খুশি বেগম ছেলের বিয়ের বউভাত জাঁকজমকভাবে আয়োজন করায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –