• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে করোনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২১  

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (০৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, রোববার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা আন শিক্ষক হযরত আলী। এ নিয়ে লালমনিরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১ জনে। এই ৩১ জনের মধ্যে শিক্ষক ছয়জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ। এ সময় ১৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪১ জন।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, হাসপাতালের করোনা ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –