• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আদিতমারীতে লকডাউনে দোকানের হালখাতা: বন্ধ করল প্রশাসন 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

লালমনিরহাটের আদিতমারীতে লকডাউন চলা সত্ত্বেও থানার প্রধান ফটকের সামনে হালখাতার আয়োজন রোকনুজ্জামান রোকন নামের একজন কাঁচামাল ব্যবসায়ী। খবর পেয়ে হালখাতার আয়োজন বন্ধ করে দেয় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমান।

রোববার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোকনুজ্জামান রোকন থানা গেটের সামনে বিসমিল্লাহ কাঁচামাল আড়ৎ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ধরনের কাঁচামালের পাইকারি ব্যবসা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে বাকি টাকা উত্তোলন করতে কোভিড-১৯ মহামারিতে হালখাতার আয়োজন করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে জনসমাগম এড়াতে ওই ব্যবসায়ীর হালখাতার আয়োজন বন্ধ করে দেয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত সারাদেশে লকডাউন চলছে। চলমান লকডাউনে জনসমাগম এড়াতে সকল ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ওই ব্যবসায়ী না মেনে হালখাতার আয়োজন করেছেন। তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –