• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে শেয়ালের ফাঁদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধায় পোলট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারার ফাঁদ পেতে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার গোতামারী ইউপির দক্ষিণ গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বিরেন রায় একই গ্রামের মনোরনঞ্জন রায়ের ছেলে। তিনি চারবছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসী জানান, বিরেন তার পোলট্রিতে শেয়ালের প্রবেশ ও মুরগি চুরি রুখতে প্রতিরাতে চারদিকে বিদ্যুতের ফাঁদ চালু করার পর রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোলট্রি ফার্মে এসে অসাবধানবশত বিদ্যুতের সংযোগ না খুলে নিজেই সেখানে পা দেন। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –