• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ২৫৭ মামলা 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

লালমনিরহাটের বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫৭টি মামলায় এক লাখ ২২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার (০১ জুলাই) লালমনিরহাট জেলার ৫ উপজেলায় ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই মামলা ও জরিমানা করা হয়।

জানাগেছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৫টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে লকডাউনের প্রথম দিনে জেলার ৫ উপজেলায় ২৫৭টি মামলায় এক লাখ ২২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোষিত লকডাউনে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এ ছাড়া যারা মাস্ক পরেনি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাদেরও মামলা ও জরিমানা করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –