• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

২য়-পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

দ্বিতীয়-পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাট জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিনের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর।

এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-আশিকুর রহমান ডিফেন্স,সিনিয়র সাংবাদিক আবদুর রব সুজনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২য় পর্যায়ে নির্মিতব্য গৃহের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ১৫০, আদিতমারী উপজেলায় ১৫০, কালীগঞ্জ উপজেলায় ২৫০জন, হাতীবান্ধা উপজেলায় ৩০০, পাটগ্রাম উপজেলায় ৬৫-সহ মোট ৯১৫ পরিবার পূনর্বাসিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –