• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

১৬ বাংলাদেশি দেশে ফিরেছে বুড়িমারী স্থলবন্দর দিয়ে 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ১৬ বাংলাদেশি। গতকাল মঙ্গলবার (১ জুন) বিকাল ৪টায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

জানা যায়, ভারত থেকে আসা ওই ১৬ বাংলাদেশিকে সকল প্রক্রিয়া শেষে ১৪ জনকে পাটগ্রাম উপজেলার বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন অসুস্থ থাকায় তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার জন্য পাঠানো হয়েছে। এরা সবাই ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। তবে সম্পূর্ণ নিজ খরচে তাদের সেখানে থাকতে হবে। আর তা দেখাশোনা করবে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, আজ ভারত থেকে ১৬ জন দেশে ফিরেছেন। ১৪ জনকে পাটগ্রাম উপজেলার বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। আর দুইজন অসুস্থ থাকায় তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুড়িমারী চেকপোস্ট দিয়ে মোট ৩৪২ জন বাংলাদেশি দেশে ফিরছেন। এরমধ্যে ভারত ফেরত শিক্ষার্থীসহ ৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –