• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লালমনিরহাটে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২১  

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটিতে জেলা যুবলীগের উদ্যেগে খোরশেদ আলম নামে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২১মে) সকাল ১০টায় জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যুবলীগের অর্ধশত নেতাকর্মী দরিদ্র কৃষকের ধান কেটে দেন।

দরিদ্র কৃষক খোরশেদ আলম যুবলীগের এমন সমাজসেবামুলক কর্মকান্ডে অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন, শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বেশ বিপাকে ছিলাম। এমতাবস্থায় লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির এর নেতৃত্বে যুবলীগের ৫০ জন নেতাকর্মী সহ আমার ২৭ শতাংশ ক্ষেতের ধান কেটে দিল।

জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আমরা এমন উদ্যোগ নিয়েছি। জানতে পারি ওই কৃষক শ্রমিক সংকটে তার জমির পাকা ধান কাটতে পারছিলনা। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে আজ সকালে ওই কৃষকের ২৭ শতাংশ জমির ধান কেটে দেই।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন বলেন, খোরশেদ আলম একজন হতদরীদ্র কৃষক তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি। এমন কোন কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে আমাদের জানালে আমরা ধান কেটে দেব।

ধান কাটায় অংশ গ্রহণ করেন ,সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ যুবলীগের নেতাকর্মী।

যুবলীগের এমন কর্মকান্ডে খুশি হয়েছেন স্থানীয় কৃষক সমাজ। তারা বলেন, কৃষকের বিপদে-আপদে যুবলীগের নেতাকর্মীরা পাশে দাঁড়ায়। যা বিপদের সময় কৃষদের মনে সাহস যোগায়। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –