• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে কন্যাশিশু উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২১  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাঘেরবাজার এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে এক দিন বয়সী একটি ফুটফুটে কন্যা শিশু উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি। শুক্রবার(২১ মে) সকালে জগতবেড় ইউনিয়নের বাঘেরবাজার এলাকার মোহাম্মদ আলী(৪৫) ও রিনা বেগম(৩৮) নামের ওই দম্পতি পার্শবর্তী ভুট্টাক্ষেতে হতে শিশুটিকে উদ্ধার করে বাড়ীতে নেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ আলী ও রিনা বেগম দম্পতি বলেন, নিজবাড়ীর পাশ্ববর্তী ভুট্টাক্ষেতে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন সদ্য প্রসব করা শিশুটি মাটিতে শোয়ানো অবস্থায় পড়ে রয়েছে এবং কাঁদছিল। তারা নবজাতক শিশুটি উদ্ধার করে নিজবাড়ীতে নিয়ে যান এবং পরিস্কার পরিচ্ছন্ন করে লালন করার দায়িত্ব নেন।’

জানতে চাইলে রিনা বেগম বলেন, ‘মানুষ কতটা নিষ্ঠুর হলে এতো সুন্দর একটি শিশুকে এভাবে ফেলে দিতে পারে। যদি শিশুটির মা ও বাবাকে পুলিশ খুঁজে না পায়। তাহলে আমি আমরা তাকে পিতা-মাতার অধিকার দিয়ে লালন-পালন করবো।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, ‘আমরা খবর পেয়ে মোহাম্মদ আলী ও রিনা বেগম দম্পতিকে নবজাতক শিশুটিকে থানায় আনা হয়েছিল। পরে শিশুটি উদ্ধারের ঘটনায় একটি জিডি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সমাজ সেবা কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।’

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘শিশুটির পিতা বা মাতা কে-তা অনুসন্ধান চলছে। একই সঙ্গে শিশুটিকে আপাতত ওই দম্পতির হেফাজতে রাখা হয়েছে।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –