• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২১  

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় লালমনিরহাটের বুড়িমারী ও দহগ্রাম সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বিজিবি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণে নাজেহাল ভারত। দেশটিতে টানা নয়দিন ধরে তিন লাখের বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়ে যায়। শনাক্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারত।

লে. কর্নেল মোজাম্মেল বলেন, বুড়িমারী সীমান্তের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা ও বিএসবাড়ী বিএসএফ ক্যাম্পের দুই সদস্য শ্বাসকষ্টজনিত কারণে গত শুক্রবার মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তে রেড অ্যালার্ট জারি করে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।

সর্বোচ্চ সতর্কতা জারি থাকার ওপর শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের ডিসি আবু জাফর। রোববার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

বুড়িমাড়ীর পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, তিনি শনিবার সন্ধ্যায় তিনবিঘা করিডোরে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ সময় দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ৮ নম্বর ইউপি সদস্য বুলু, ৯ নম্বর ইউপি সদস্য হবিসহ স্থানীয় ৫০-৬০ জন লোক উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, দহগ্রাম ইউনিয়ন কাঁটাতারবিহীন সীমান্ত। ভারতীয় কোনো নাগরিক যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –