• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ করায় প্রভাষক পরিবার অবরুদ্ধ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

লালমনিরহাটের আদিতমারীতে সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক আবু তালেব আজাদ তিনদিন ধরে পরিবার নিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এই বিষয় নিয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

প্রভাষক আবু তালেব আজাদ জানান, ১৫ বছর ধরে এই কলেজে পাঠদান করে আসছেন তিনি। চাকরির সুবাদে কলেজের সীমানা ঘেঁষে পশ্চিম পাশে জমি নিয়ে বাড়ি করেন তিনি। কলেজের সীমানা দিয়ে চলাচল করা লাগতো তাকে ও তার পরিবারের সদস্যদের।

তিনি বলেন, শুক্রবার (১৯ মার্চ) সকালে অধ্যক্ষ সুদান চন্দ্র রায়ের ইশারায় দোলন মিয়াসহ কয়েকজন আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি।

তিনি বলেন, ‘অতি কষ্টে কলেজের প্রাচীর দেয়াল টপকিয়ে হাটবাজারে যাতায়াত করছি। অধ্যক্ষের নানা দুর্নীতির প্রতিবাদ করায় আক্রোশের বসে তিনি এই কাজ করেছেন’।

সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নয়। তার প্রতিবেশীরাই চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে’।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –