• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কাজী ওমর ফেরদৌস (শ্রাবণ) কে সভাপতি এবং কানিজ ফারাহ আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম এবং সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জানাতে বলা হয়।

উক্ত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে রোকন উদ্দীন ভূইয়াকে, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তফা সফল ও রাতুল রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রিন্স খন্দকার ও আদিব হাসান। 

কানিজ ফারাহ আহমেদ নীলফামারী পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের কন্যা। তিনি বর্তমানে যুক্তরাজ্য বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল লিডস’এ “বার এন্ড ল” পড়ছেন।  

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। প্রতিষ্ঠার পর দেশের বাইরে সংগঠনের এটিই প্রথম কমিটি। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –