• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

২০২১ সালে আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ টাকা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

২০২১ সালে আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ টাকা                   
নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

২০২১ বর্ষের হিসাবে দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার টাকা। যা ২০২০ এর তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি। আর মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার টাকা। অর্থাৎ ২০ এর তুলনায় ব্যয় কমেছে।

বর্তমানে দলটির ব্যাংকে জমা রয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। দলটির আয়ের বড় খাত হিসেবে দেখানো হয়েছে মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –