• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রক্ত ম্যানেজ থেকে ওয়ার্ডে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ    

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২২  

কেউ আহতদের ওয়ার্ডে পৌঁছে দিচ্ছেন, কেউ রক্ত ম্যানেজ করার কাজে ব্যস্ত, কেউ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধগুলো ফার্মেসি থেকে সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন ডাক্তারদের হাতে। 

এভাবেই সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখার কর্মীরা।

হতাহতদের সহযোগিতা করা, রোগীর স্বজনদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য তাদের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে হেল্পডেস্ক।

যেখানে হতাহতদের সাহায্য করতে আগ্রহী ব্যক্তিবর্গের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী, ওষুধ এবং নগদ অর্থ সংগ্রহ করে ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের চিকিৎসার জন্য পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন ইসলাম শিমুল বলেন, মানুষের বিপদে দাঁড়ানোই শেখ হাসিনার কর্মীদের কাজ।

আমরা যেভাবে পাড়ি সাহায্য করেছি। এই কাজ করতে গিয়ে সকলের অভাবনীয় সাড়া পেয়েছি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –