• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে ‘কৈশোর তারুণ্য’র বইমেলা শুরু

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপি ‘কৈশোর তারুণ্য’র বই মেলা শুরু হয়েছে। কৈশোর তারুণ্য’র বই ট্রাস্ট’র আয়োজনে শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে কৈশোর তারুণ্যের বই ট্রাস্ট’র সভাপতি ও সময় টিভির বার্তা প্রধান তুষার আবব্দুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা খান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দৈনিক আলোর কণ্ঠের সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল।

সংগঠনের সভাপতি তুষার আব্দুল্লাহ বলেন, কিশোর-তরুণদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০১৬ সালের জুলাই থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করে আসছে ‘কৈশোর-তারুণ্যে বই’ সংগঠনটি।

তিনি বলেন, শ্রেণিকক্ষের পাশে শিক্ষার্থীদের কাছে সৃজনশীল ও মননশীল বই পৌঁছে দেয়ায় এ আয়োজনের মূল লক্ষ্য। বইমেলার পাশাপাশি শিক্ষার্থীরা কীভাবে ভালো বই নির্বাচন করবে, তারা নিজেরাও কীভাবে লিখবে শিখবে এ নিয়ে মেলায় শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়। মেলা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –