• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনা প্রতিরোধ সরঞ্জাম দিল আ. লীগের ত্রাণ উপকমিটি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলার জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলিয়ে মোট ৩২টি হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধ সরঞ্জাম বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার এই সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এসব চিকিত্সাসামগ্রীর মধ্যে রয়েছে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কলসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য সরঞ্জাম। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং সঞ্চালনা করেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

খুলনার শেখ আবু নাসের মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, মাদারীপুর জেনারেল হাসপাতাল, চাঁদপুর জেনারেল হাসপাতাল, ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল জেনারেল হাসপাতাল, গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানিশৈংকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর জেনারেল হাসপাতাল, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি জেনারেল হাসপাতাল, পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনার ডুমুরিয়া ও দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের কাছে এই সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –