• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নিজেকে লম্বা-পাতলা দেখানোর সহজ কৌশল

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২৩  

 
নিজেকে লম্বা বা টল আর পাতলা বা স্লিম দেখাতে কে না চায়। কিন্তু চাইলেই তো আর সব পাওয়া যায় না। আপনি যদি ভারী আর খাটোর দিকে হন তাহলে কোনো দিক থেকেই পাতলা আর লম্বা দেখাবে না। তবে কিছু কিছু কৌশল আছে যেটা এক্ষেত্রে কিছুটা কাজে আসবে। এই কৌশলগুলো অনেকটা ফ্যাশনের অংশ।

তো চলুন দেখে নিই নিজেকে লম্বা-পাতলা দেখানোর কৌশলগুলো-

বেল্ট পরতে পারেন: পশ্চিমি পোশাক  যেমন ড্রেস, ডেনিম, ম্যাক্সি ড্রেস জাতীয় পোশাক পরলে অবশ্যই বেল্ট পরুন। কারণ বেল্ট কোমরকে সরু দেখাতে সাহায্য করে। আর ভারতীয় পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ভালো ফিটিং হয় কোমরের অংশটা। ঢিলেঢালা পোশাক পরলে ভুড়ি ঢাকলেও আপনাকে মোটা দেখাবে এটা মনে রাখতে হবে।

পোশাক নির্বাচন করুন গাড় রংয়ের: পাতলা দেখানোর জন্য উপযুক্ত রং হলো কালো। তবে কালো রংয়ের পোশাক সব সময় পরা যায় না বলে গাড় রংয়ের পোশাক পরতে হবে। আর কয়েক মাস পরই আসছে শীত। সময়টি সোয়েটার শাল পরার। শীতের পোশাক মানেই পুরু আর মোটা যা পরলে মোটা লাগবে আরো। এক্ষেত্রে গাঢ় রংয়ের পোশাকের সঙ্গে হালকা রংয়ের সোয়েটার পরতে হবে। আর যেসব সোয়েটারের বোতাম গলা পর্যন্ত সেটা পরা যাবে না।

হাই হিল পরতে পারেন: এই কৌশলটি আমরা কম বেশি সবাই জানি। সেক্ষেত্রে পোশাক যদি কালো হয় জুতাও কালো পরতে হবে। অর্থাৎ পোশাকের সঙ্গে ম্যাচ করে জুতা পরা জরুরি। লম্বা দেখাতে জুতার উচ্চতা ২/৩ ইঞ্চি হতে হবে। এক্ষেত্রে যে শুধু পেন্সিল বা স্টিলেটো হিলই পরতে হবে তা কিন্তু নয়; বরং প্ল্যাটফর্ম, ব্লক, ওয়েজ অনায়াসে পরতে পারেন। তবে হিলের উচ্চতা কিন্তু কমবে না।

শেপওয়্যার পরা যায়: শেপওয়্যার পরার প্রচলন এখনও খুব একটা দেখা যায় না। কিন্তু শরীরের পারফেক্ট শেপ দেওয়ার জন্য এটি হতে পারে উত্তম কৌশল। পোশাকের নিচে যেমন অন্তর্বাস পরা হয়, ঠিক তেমন করেই পোশাকের নিচে শেপওয়্যার পরার অভ্যাস করতে পারেন। বিশেষ করে যারা ভারী দেহের অধিকারী তারা তো অবশ্যই এই কৌশল অনুসরণ করবেন। শেপওয়্যার কোনটা আছে পা থেকে বুক পর্যন্ত। আবার কোনটা পা পর্যন্ত। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে শেপওয়্যার পরুন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –