• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বয়স্ক মুখের আদর্শ মেকআপ   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

বয়স্ক মুখের আদর্শ মেকআপ                          
বয়স যত বাড়বে ততই মুখে বলিরেখা ও স্পটের আনাগোনা বাড়বে। নিয়মিত ত্বকের যত্ন নিলে বয়সের অগ্রগতি রুখে দেওয়া সম্ভব। তবে শুধুমাত্র মুখ পরিষ্কার অথবা ময়েশ্চারাইজার মাখলেই হবে না। বয়স্ক ত্বকের রুপচর্চায় মেকাপ প্রোডাক্টের দিকেও নজর দিতে হবে। 

বয়স বাড়লে মেকআপ করার ক্ষেত্রে কিছু বিষয়ে মনোযোগ রাখা প্রয়োজন:

ক্রিম বেজড প্রসাধনী ব্যবহার করুন:
পাউডার-বেজড প্রসাধনী ব্যবহারে ত্বক শুকনো দেখায়। একটু পরই মুখের সুক্ষ্ম রেখাগুলো প্রকট হতে থাকে। সেজন্যেই ক্রিম বেজড প্রসাধনী ব্যবহার করুন। এ ধরণের প্রসাধনী ব্যবহার করা সহজ এবং ফিনিশিং সুন্দর। এছাড়া লিকুইড মেকাপে বেজ করলে তা নষ্ট হয় না সহজে। ক্রিম ব্লাশার ব্যবহার করতে পারেন তাতে ত্বকের দীপ্তি বাড়বে।

ময়েশ্চারাইজিং প্রোডাক্ট কিনুন:
বয়সের সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হতে থাকে। সেজন্যেই ময়েশ্চারাইজারে বিনিয়োগ করুন। এতে মুখ সতেজ ও উজ্জ্বল থাকবে।

হালকা কনসিলার ব্যবহার করুন:
চোখের নিচেরই কোমল অংশে সবার প্রথমে বয়সের ছাপ ধরা পড়ে। চোখের নিচের বলিরেখা বা সুক্ষ্ম রেখাগুলো মিলিয়ে দিতেই কনসিলার এর জুড়ি নেই। তবে হালকা ফরমুলার কনসিলার ব্যবহার করবেন। এতে মেকাপ ভারি দেখাবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –