• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

অসময়ে রাতে খাওয়া কি স্বাস্থ্যের জন্যে ভালো?   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

অসময়ে রাতে খাওয়া কি স্বাস্থ্যের জন্যে ভালো? এ নিয়ে অনেক তর্ক আছে। অনেকে তো মানাই করে দেন যে রাতে খাওয়া ঠিক না। বিশেষত এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কারণ আপনার দেহের বিপাক প্রক্রিয়ায় সমস্যা হয়।

তবু অনেকের প্রশ্ন হতেই পারে, রাতে অসময়ের খাওয়া কি খারাপ? এই উত্তর নির্ভর করে আপনি কখন কি খাচ্ছেন তার উপর। অনেকে ভাবেন ঘুমোতে যাওয়ার আগে খাওয়া ভালো না। আদপেও তা ঠিক ধারণা না। আপনি ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন। তবে দিনের বেলা আপনার খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে খাবেন। ঘুমোতে যাওয়ার ঘণ্টা দুয়েক আগে খাওয়া স্বাস্থ্যের জন্যে উপকারী। 

যাহোক, রাতের অসময়ে খাবার খুব ক্ষতিকর না যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান। তবে বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন, অসময়ে সচরাচর আজেবাজে স্ন্যাকসই বেশি খাওয়া হয়। এতে শরীরের ওজন বাড়ার সম্ভাবনা বাড়ে। 

তাই অসময়ে খেলে ভালো কিছু খাওয়াই ভালো। আবার অসময়ে খাওয়ার অভ্যাসের সাথে হতাশা এবং অন্যান্য মানসিক সংকটের আশঙ্কা থাকে। এ বিষয়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই ভালো।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –