• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

যেসব ভুলে মেকআপ করার পরেও বয়স্ক দেখায়   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

নিজেকে সবসময় যাতে কম বয়সী তরুণীর মতো দেখায় সে চেষ্টার কোনো কমতি রাখেন না নারীরা। বিশেষ করে কোনো উৎসব-অনুষ্ঠানে নিজেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখানোর চেষ্টা থাকে সব নারীদের। এজন্য সাজগোজে থাকে বাড়তি নজর।

তবে রূপটান যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই রূপটানের সময় সামান্যতম ভুলও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে দিতে পারে। তাই সাবধান থাকতে চলুন জেনে নেয়া যাক রূপটানের সময় কোন ভুলগুলো একেবারেই করবেন না- 

>> অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফাউন্ডেশন না ব্যবহার করাই ভালো।

>> শুধু ফাউন্ডেশন নয়, অতিরিক্ত ফেস পাউডারের ব্যবহার ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে তুলতে পারে।

>> ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে অনেকেই শিমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার উপর লাগানোর নিয়ম। তবে মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহার চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে।

>> যথাসম্ভব কম ব্লাশঅন ব্যবহার করাই ভালো। অতিরিক্ত ব্লাশঅন ব্যবহার করলে গালের দু'পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।

>> ভ্রূ আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে ভ্রূ না আঁকাই ভালো। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে গেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।

>> অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালোবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –