• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পাঁচ উপায়ে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

বাড়ির বড়দের ধারণা, ছোটদের টাকা-পয়সা থেকে দূরে রাখাই ভালো। এতে তাদের খরচ করার অভ্যাস কম হবে। অযথা খরচ থেকেও রক্ষা পাওয়া যাবে। আর বাচ্চাদের অপ্রয়োজনে টাকা চাওয়ার বদভ্যাসও হবে না। কিন্তু অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিবেচনা করে ব্যবহার করতে হয়। আয়-ব্যয়ের বিষয়ে যদি কম বয়স থেকেই একটু করে সচেতনতা তৈরি হয়, তবে পরবর্তীকালে কম সমস্যা হবে।

তাছাড়া আগে বাড়িতে বড়রাই সংসারের ঝক্কি সামলাতেন। শিশুদের বিশেষ মাথা ঘামাতে হত না। এখন যৌথ পরিবার প্রায় কোথাও নেই। বাবা-মা-সন্তানের ছোট সংসার। কখনো বা আরো ছোট। হয় বাবা, নয় মায়ের সঙ্গে থাকে শিশু। সেক্ষেত্রে বাড়ির অনেক দায়িত্বই ছোটবেলা থেকে নিতে হয়। তবে সবেরই প্রশিক্ষণ প্রয়োজন। টাকা-পয়সা সামলানোর ক্ষেত্রেও এগোতে হবে ধাপে ধাপে।

তাই চলুন জেনে নেয়া যাক কীভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন- 

>> টাকা ভেবে-চিন্তে খরচ করা দরকার কেন, তা বোঝান।

>> একটি টাকা জমানোর কৌটো কিনে দিন। তাতে কিছু টাকা রাখতে ইচ্ছা করবেই।

>> সামান্য অর্থ সামলে রাখতেও দায়িত্ববোধ প্রয়োজন। ফলে ছোট থেকেই অল্প করে টাকার দায়িত্ব দিন সন্তানকে।

>>  ছ’-সাত বছর বয়স থেকেই অল্প করে হাত খরচ দিন শিশুকে। তাতে বুদ্ধি খরচ করে অর্থ ব্যয় করতে শিখবে সে।

>> বাড়িতে যেসব জিনিসপত্র দিয়ে যাচ্ছে, মাঝেমধ্যে সেই বিলের টাকা শিশুর কাছে রাখুন। খরচের পরিমাণ বুঝতে শিখবে সে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –