– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য: মুক্তিযুদ্ধমন্ত্রী বিয়ে ভেঙে দেওয়ার ক্ষোভে বন্ধুকে হত্যা, গ্রেফতার ৪ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু সংসদ সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় অভিযোগ

ফ্যাটি লিভারের লক্ষণ দেখা দিতে পারে মুখেও

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

 
​ফ্যাটি লিভার-একটি গুরুতর রোগ। এই রোগের লক্ষণ প্রথমেই চিনে নিতে পারলে চিকিৎসা ও জীবনযাত্রার বদলের মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠেন। তাই এই কয়েকটি উপসর্গ দেখলে সাবধান হন-

​ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হলে মুখেও এই কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে বলে জানাচ্ছে হেলথলাইন- ​

>> মুখ ফুলে যেতে পারে
>> ঘাড়ের নীচের দিকের অংশ কালচে হতে পারে
>> মুখের ত্বক লাল হয়ে যেতে পারে
>> মুখে Rash বের হতে পারে
>> মুখের ত্বক চুলকাতে পারে
>>ত্বক হলুদ হয়ে যেতে পারে।

​ফ্যাটি লিভারের অন্যান্য উপসর্গ​: 

>> পেটে ব্যথা হতে পারে
>> বমি বমি ভাব
>> বমি হওয়া
>> খিদে না থাকা
>> ওজন দ্রুত কমা
>> পা ও শরীরের অন্যান্য অংশে জল জমা
>> প্রচণ্ড দুর্বলতা
>> বিভ্রান্তি ইত্যাদি।

কীভাবে রোগ নির্ণয়: এই অসুখ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে দেওয়া হয় লিভার এনজাইম টেস্ট। এই টেস্টেই খুব সহজে রোগটি সম্পর্কে প্রাথমিক ধারণা যায়। এছাড়া চিকিৎসক আলট্রা সাউন্ড করে দেখতে পারেন। পাশাপাশি রোগটি সম্পর্কে গভীরে জানাতে দেওয়া যেতে পারেন লিভার বায়োপসি ও ফাইব্রোস্ক্যান। এই দুইটি টেস্টের মাধ্যমেই অনায়াসে রোগের পর্যায় সম্পর্কে জানা যায়। তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

​রোগের চিকিৎসা কী: এই অসুখের চিকিৎসার ক্ষেত্রে কয়েকটি ওষুধ ব্যবহার করা হয়। সেই ওষুধগুলো দারুণ কাজ করে। তবে এর পাশাপাশি ডায়েট ও জীবনযাত্রায় কিছু বদল আনতে হয়। তাই এই কয়েকটি বিষয় মাথায় রাখা হল সবথেকে জরুরি-

>>মদ্যপান করবেন না
>> ওজন কমান
>> ডায়াবিটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস কমান
>> শাক-সবজি বেশি করে খান।

​ব্যায়াম করুন নিয়মিত​: এই অসুখ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে এক্সারসাইজ করুন। এক্ষেত্রে সবথেকে ভালো হয় সাঁতার, সাইকেল চালানো, দৌড়, হাঁটার মতো এরোবিকস এক্সারসাইজ করতে পারলে। তবেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনি ভালো থাকবেন।

সূত্র: এই সময়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –