• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৯ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলি কারাগারে ৩৬ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে অন্তত ৩৬ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ইসরাইলি দখলদার বাহিনী নিজেই এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত কারাগারে আটক থাকা অন্তত ৩৬ জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন।

তবে  ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এইসব বন্দিদের কেউ কেউ আগে থেকেই অসুস্থ বা আহত ছিলেন।

আল-জাজিরা বলছে বন্দীদের মধ্যে পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দু'জনের শারীরে আঘাতের চিহ্ন যেমন পাঁজর ভাঙা পাওয়া গেছে। তবে সুচিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় যত্ন নিলে বাকি তিনজনের মৃত্যু এড়ানো যেত।

ময়নাতদন্তগুলো পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলি অধিকার সংস্থা 'ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস-ইসরায়েল' এর চিকিৎসকরা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –