• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯৬০৬

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ৬০৬ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ৬৯ হাজার ৭৩৭ ফিলিস্তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৯২ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলের হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই উদ্বাস্তুতে পরিণত হয়েছে এবং তাদের একটি বড় অংশ রাফায় আশ্রয় নিয়ে আছে। সেখানেও একটি ব্যস্ত সড়কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ওই সময় সড়কে ফিলিস্তিনিদের লাশ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

রাফা থেকে আল–জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাফার দক্ষিণে আল–জেনেইনা এলাকার আল–দাখিলিয়া সড়কে এই হামলা চালানো হয়। হামলার তীব্রতা এতটাই ছিল যে ‘মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।’ হামলায় সড়কে থাকা অনেক গাড়ি ধ্বংস হয়ে গেছে। সড়কের পাশে অনেককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

ওই সড়কে নিহত ব্যক্তিদের মরদেহ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল। সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। বাকি দুটি মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় তাদের শনাক্ত করার কঠিন হয়ে পড়েছে। হতাহত ব্যক্তিদের স্থানীয় আল–নাজ্জার হাসপাতালে নেয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –