• সোমবার ০৭ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২২ ১৪৩১

  • || ০২ রবিউস সানি ১৪৪৬

বিদেশি প্রভু নয়, দেশ চলবে জনগণের কথায়: মুক্তিযুদ্ধমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের জনগণের আমেরিকা যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিদেশি কোনো প্রভুর কথায় রাষ্ট্র চলবে না। দেশ চলবে আমাদের জনগণের কথায়। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে যে সংবিধান বঙ্গবন্ধু লিখে দিয়েছিলেন, সেখানে বলা আছে- এই রাষ্ট্রের মালিক জনগণ। কাজেই সংবিধান সমুন্নত রেখে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শান্তি, ন্যায়বিচার প্রতিষ্ঠায় জননেতাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এসব কথা বলেনয় তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী। যোগ্য পিতার যোগ্য কন্যা। তিনি বলেছেন- ‘আমেরিকা স্যাংশন দিলে আমরাও স্যাংশন দেব, আমাদের জনগণ দেবে।’ এরপর আর কোনো কথা থাকে?

তিনি আরো বলেন, দেশ ও স্বাধীনতার বিরোধীরা আমাদের আশেপাশেই আছে। ওরা আবার আমাদের স্বাধীনতার পতাকা খামচে ধরতে চায়। এ কারণে আজ আমরা শহীদ ময়েজউদ্দিনের মতো ত্যাগী নেতাদের অভাব অনুভব করি। যারা দেশকে অকার্যকর করতে চায় তাদের মোকাবিলা করতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধকে ঠেকানোর জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আর ১৪ ডিসেম্বর জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিল ‘সিজ ফায়ার’। তখন যদি আমরা তাদের কথা মেনে নিতাম, তাহলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পেতাম না, হানাদার বাহিনী আত্মসমর্পণ করত না। যুদ্ধ আরো সম্প্রসারিত হতো।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –