• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফের ভারতের ৬ রাজ্যে বাড়ছে করোনা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

কয়েক মাস স্থিতিশীল থাকার পর ভারতের ছয় রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই ছয় রাজ্যের সরকারকে।  চিঠিতে রাজ্যগুলোতে করোনা টেস্ট, চিকিৎসা, ট্র্যাকিং ও টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬২৩ জন। তার মধ্যে বুধবারই আক্রান্ত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।

গত বছর শীতের আগে থেকে ভারতে কমে আসছিল করোনা রোগীর সংখ্যা। গত ১২ নভেম্বর ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৭৩৪ জন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –