• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

টিকিট কাটতে বলায় ক্ষিপ্ত, সন্তান রেখেই বিমানে উঠলেন মা-বাবা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

ছোট্ট সন্তানের জন্য টিকিট কাটতে বলায় বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তাকে জড়িয়েছেন এক দম্পতি। এ ঘটনায় সন্তানকে বিমানবন্দরে রেখেই বিমানে উঠতে যাচ্ছিলেন বেলজিয়ামের এক দম্পতি। 

ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সম্প্রতি এ এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবাক হয়েছেন বিমানকর্মীরা। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঐ দম্পতি বেলজিয়ামের পাসপোর্ট নিয়ে তেল আবিব থেকে ব্রাসেলস যাচ্ছিলেন। বিমান ছাড়ার অল্প আগে তারা বন্দরে পৌঁছেন। সঙ্গে ছিল তাদের এক সন্তান।

তবে সন্তানের জন্য তাদের কাছে কোনো টিকিট ছিল না। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ শিশুটির জন্য অতিরিক্ত একটি টিকিট কাটতে বলেন। তবে ঐ দম্পতি রাজি হননি। 

বাক-বিতণ্ডার এক পর্যায়ে সন্তানকে বিমানবন্দরে রেখেই তারা বিমানে ওঠার জন্য হাঁটা শুরু করেন। তাদের এমন কাজে অবাক হন বিমানের কর্মীরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

এদিকে ২০১৯ সালে সৌদি আরবে এমন এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –