• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাজ্য-ইতালি-জাপান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ধরনের যুদ্ধবিমান তৈরি করবে যুক্তরাজ্য। এতে ইতালি ও জাপান তাদের সহযোগিতা করবে। এমন ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাজ্যের হাজারো মানুষের কর্মসংস্থান এবং নিরাপত্তা বন্ধন শক্তিশালী করা।

দেশগুলো ২০৩০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পরবর্তী প্রজন্মের একটি যুদ্ধবিমান তৈরি করবে যেটি টাইফুন জেটের জায়গা নেবে। আশা করা হচ্ছে, টেমপেস্ট জেটটিতে সর্বাধুনিক অস্ত্র থাকবে।

এই ধরনের জটিল প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি অনেক ব্যয়বহুল। সবচেয়ে ব্যয়বহুল এফ৩৫ যুদ্ধবিমান তৈরির প্রকল্পটি ছিল পেন্টাগনের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নতুন যুদ্ধবিমান তৈরির অংশিদারিত্ব দেশগুলোকে নতুন নতুন হুমকি থেকে রক্ষা করবে।

শুক্রবার রয়েল এয়ারফোর্স পরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্বের কয়েকটি দেশের মধ্যে আমরা প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধবিমান তৈরিতে অন্যতম। বিমানটি তৈরির কাজ শুরু হয়েছে। এতে অত্যাধুনিক সেন্সর যুক্ত করা হবে। চালককে চরম চাপের মধ্যে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রয়োজনে চালক ছাড়াও যুদ্ধবিমানটি ওড়ানো যাবে। এছাড়া এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –