• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

তিন মহাদেশে নজর রাশিয়ার  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২  

তিন মহাদেশে নজর রাশিয়ার                         
বিশ্বের তিনটি মহাদেশের মিত্র রাষ্ট্রগুলোকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে সাজাতে নজর দিচ্ছে রাশিয়া। এ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।- খবর রয়টার্সের।

সম্প্রতি মস্কোর কাছে একটি অস্ত্র প্রদর্শনীতে গিয়ে রাশিয়ার আধুনিক অস্ত্র সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া সমমনা দেশগুলোর সঙ্গে সেসব প্রযুক্তি ভাগাভাগির আগ্রহের কথা জানান।

তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের ছোট অস্ত্র থেকে সাঁজোয়া যান ও গোলাবারুদ থেকে যুদ্ধবিমান ও মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) দিতে প্রস্তুত রয়েছি। এর প্রায় সবই বাস্তবিক সামরিক অভিযানে একাধিকবার ব্যবহৃত হয়েছে।

প্রায় ছয় মাস ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই এসব কথা বললেন ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর দাবি, এ যুদ্ধে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সৈন্য ও অস্ত্রের দুর্বল কার্যকারিতার কারণে ভারতের মতো সম্ভাব্য ক্রেতা দেশ রুশ সমরাস্ত্র আমদানিতে নিরুৎসাহিত হতে পারে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –