• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন ইরানের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করেছে ইরান। গত সোমবার (২৭ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পাঁচ জাতির জোট ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর নিয়েই জোটের নামকরণ করা হয়েছে। তেহরান মনে করে এই জোটে যোগদান করতে পারলে তাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে জোটের পরিধি বাড়লে বর্তমান সদস্যরাও এর সুফল পাবে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা পৃথকভাবে জানিয়েছেন, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাও ব্রিকসে যোগদানের আবেদন করেছে। মারিয়া জাকারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বকে থামানো, নিষিদ্ধ ও ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তখন ইরান ও আর্জেন্টিনা ব্রিকসে যোগদানের আবেদন করেছে।

ব্রিকস দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ৩২৩ কোটি এবং তাদের সম্মিলিত জিডিপি ২৩ লাখ কোটি ডলারের বেশি। ২০০৯ সালে যখন এটি যাত্রা শুরু করে, তখন আশা করা হয়েছিল, গ্রুপটি বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দেবে। এটি উন্নয়নশীল বিশ্বকে সাহায্য করার জন্য একটি নতুন আর্থিক ব্যবস্থা তৈরি করবে। তবে কিছু বিশ্লেষক বলছেন, বাস্তবে ব্রিকস তার প্রতি যে প্রত্যাশা ছিল, সেটি পূরণে ব্যর্থ হয়েছে।

সূত্র: আল-জাজিরা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –