• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ     

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২  

ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ।  গতকাল বৃহস্পতিবার এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি। ভারত ও পাকিস্তানসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, জেনেভাভিত্তিক মানবাধিকার পরিষদের কোনো সদস্য ব্যাপক ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটালে দেশটির সদস্যপদ স্থগিত করবে সাধারণ পরিষদ।
কে/

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –