• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রানওয়েতে দুই টুকরো হয়ে গেল বিমান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২  

আপদকালীন অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেছে একটি বিমান। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহন সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এরপর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।

ভেঙে পড়ার পরে বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনো বড় অগ্নিকাণ্ড ঘটেনি। বিমানের চালক এবং তার সহকারী দুইজনই অক্ষত রয়েছেন। 

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে খাদে পড়ে ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। ঐ ঘটনায় দুই চালকসহ ১৯ জনের মৃত্যু হয়েছিল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –