• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

জার্মানি থেকে ৪০ রুশ কূটনীতিক বহিষ্কার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২  

ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে জার্মানি। মঙ্গলবার সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বলেন, ইউক্রেনে ভয়ানক যুদ্ধাপরাধ চালাচ্ছে রাশিয়া। বুচায় বেসামরিক লোকজনের ওপর 'অকল্পনীয় বর্বরতা' চালিয়েছে রুশ বাহিনী।

বুচার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দাবি করছে রাশিয়া।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ছবি যাচাই-বাছাই করা হচ্ছে। কিয়েভের পাশে যে গণকবরের সন্ধান মিলেছে, এ ব্যাপারেও তদন্ত করা হচ্ছে। তবে ক্রেমলিন বরাবরই পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক আরও বলেন, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এখনই রুশ আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে।

অ্যানালিনা বেয়ারবক বলেন, জার্মানিতে আশ্রয়প্রার্থী ৩ লাখ ইউক্রেনীয়দের জন্য রুশ কূটনীতিকরা হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –