• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

ছয় দিন আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি করেছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে,  দক্ষিণ কোরিয়া বলছে- স্থানীয় সময় মঙ্গলবার ৭টা ২৭ মিনিটে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে তারা। 

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে। তারা বলছে, উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু ছুড়েছে।

এর আগে ছয়টি দেশ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। তার কয়েক দিন পর এ ঘটনা ঘটল।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা মনে করছে, ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোড়া হয়েছে।

এ নিয়ে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করেছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –